স্টাফ রিপোর্টার – সারাদেশে উদ্বেগজনকহারে বেড়েছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। দেশব্যাপী এহেন ধর্ষণের প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিরোধ’ এ শ্লোগান কে সামনে রেখে অভয়নগর নওয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় গেটে যশোর-খুলনা মহা সড়কের পাশে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসচীর আয়োজন স্থানীয় কয়েকটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেনেসা, ব্লাড ব্যাংক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী। অভয়নগর বাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি আজ শনিবার ১৩রা জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণ কারীদের হাতে ছিল ধর্ষণ বিরোধী নানা শ্লোগান লেখা প্ল্যার্কাড। মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নারী ও শিশু আজ নিরাপদ নয়, এই অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই ঘরে বসে নয় আসুন, রাজপথে নেমে এই আন্দোলন কে বেগবান করে তুলি। কর্মসূচিতে অংশ গ্রহণকারীরা ধর্ষণ মামলা গুলো দ্রুত বিচারের দাবী জানান। মানববন্ধনে অংশ নেন অভয়নগরের বিশিষ্ট্য শিক্ষক ও সাংবাদিক জনাব সুনীল দাস, সাংবাদিক হারুন অর রশিদ, অভয়নগর উপজেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক সুলতানা আরেফা মিতা, নওয়াপাড়া রেনেসার সাধারণ সম্পাদক প্রার্থ প্রতিম সুর সহ ব্লাড ব্যাংক, সংস্কৃতিক সংগঠন কর্মী, এনজিও কর্মী সহ এলাকার সাধারণ মানুষ।