আজিজুর মন্টু (অভয়নগর): অভয়নগরে স্বামী পরিত্যক্তা ক্যান্সার আক্রান্ত রোগী পলি’র সাহায্যের আবেদন। বিগত ২২শে সেপ্টেম্বর ২০ তারিখে ফেসবুক এবং পত্রিকা’র মাধ্যমে ক্যান্সার নামক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত স্বামীপরিত্যক্তা চার কন্যা সন্তানের জননী পলির আর্তনাদ প্রকাশের পর বেশকিছু সাহায্যদান পাওয়াই তার চিকিৎসা শুরু হয়! বর্তমান তার কেমোথেরাপি চলছে! মোট ছয়বার থেরাপি দিতে হবে! দুইবার থেরাপি দেওয়া হয়েছে! আগামী ১২ডিসেম্বর ২০২০ তারিখে তৃতীয় থেরাপি দিতে হবে, প্রথম বার বিভিন্ন পরীক্ষা সহ থেরাপি দিতে খরচ হয়েছে ২৭,০০০০/= টাকা। দ্বিতীয় বার খরচ হয়েছে বিশহাজার টাকা (বিভিন্ন পরীক্ষা সহ), তৃতীয় বার খরচহবে আনুমানিক তিনটে পরীক্ষা সহ বিশহাজার টাকা যাহার ব্যয়ভার গ্রহণ করা পলির পক্ষে অসম্ভব। এমতাবস্থায় যদি কেউ আর্থিক সাহায্য করেন তাহলে পলি’র চিকিৎসা সম্ভব। অন্যথা বিনাচিকিৎসায় মানবেতর জীবন বহন করা ছাড়া কোন উপায় নেই। পলি’র সামর্থ্যানুযায়ী তাহার নিকট আর কোন টাকা অবশিষ্ট নাই।
সাহায্যের জন্য যোগাযোগ:
নাম: ময়না বেগম (পলি)
পিতা: মরহুম মোস্তফা ;
ধোপাদী মোড়, নওয়াপাড়া -৭৪৬০;
অভয়নগর, যশোর।
পলি’র সাথে সরাসরি:০১৯৭১৭৩৩৫৯৮ (বিকাশ নাম্বার)