অভয়নগরে পাচার কালে ভ্যান ভর্তি সরকারি বই উদ্ধার

0
0
মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর  প্রতিনিধিঃ
যশোরের  অভয়নগর নওয়াপাড়া বাজার থেকে পাচার কালে ভ্যান ভর্তি মাধ্যমিক ও নীন্ম-মাধ্যমিক স্তরের বই উদ্ধার করছে অভয়নগর থানা পুলিশ। গোপন সংবাদ পেয়ে পুলিশ রাবিবার(২৪ জুলাই) সন্ধ্যায় বাজারের এল, বি টাওয়ারের সামনে থেকে বই গুলো উদ্ধার করে।
জানা গেছে , উপজলা মাধ্যমিক অফিসের অফিস সহকারি খালিদ ইবনে মহি বই গুলা  প্রকাশনী কোম্পানীর এজেন্ট ঢাকা বাংলা বাজার এলাকায় বসবাসকারি বাবুল খানের নিকট বিক্রি করন। বাবুল খান বইগুলা ভ্যান ভর্তি করে বাসে তুলে দেওয়ার উদ্দেশ্যে বাস কাউন্টারে নিয়ে আসে। সেখানে উপস্থিত লোকজন বিষয়টি টের পেয়ে  থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বইগুলা জব্দ করেন।
বই ক্রেতা  বাবুল খান বলেন, আমি বর্ণমালা , আমনা প্রকাশনী সহ কয়েক একটি কোম্পানীর বই ডেলিভারির বিল রশিদ দিত আসছিলাম। বই গুলা অভয়নগর উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসর কর্মচারি খালিদ আমাকে যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পৌছে দিতে বলেন। আমি তার কথামতা বইগুলো যশোর নিয়ে যাচ্ছি।
 অপরদিকে উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘আমার অফিস থেকে কোন বই জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়নি। বইগুলা কিভাবে গোডাউন থেকে বের হলো তা খতিয়ে দেখা হবে।
থানা পুলিশের এ এস আই মোঃ শিপন বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আমি ভ্যান ভর্তি বাইগুলা আটক করেছি। বই গুলো কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছিল তা আমি জানিনা। এ ব্যাপার উর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
বই পরিবহনকারী ভ্যান চালক মফিজ উদ্দিন বলেন, উপজেলা থেকে খালিদ নামের একজন কর্মকর্তা বইগুলা আমার ভ্যানে তুলে দিয়েছেন। বই ক্রেতা বাবুল খান আমাকে বাস কাউন্টারে নিয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here