অভয়নগর ছাত্রলীগে স্থবিরতাঃ দেড় যুগেও হয়নি উপজেলা পুর্ণাঙ্গ কমিটি

0
0

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগ অভয়নগর উপজেলা থেকে এক এক করে ঝরে পড়ছে যোগ্য ও মেধাবী ছাত্রনেতারা। যার মুলে রয়েছে দীর্ঘদিন রহস্যজনক কারনে থমকে রয়েছে কার্যকর কমিটি গঠন। যশোর জেলা ছাত্রলীগে এক এক করে সভাপতি সাধারন সম্পাদক আসে আর মেয়াদ শেষে চলে যায় কিন্তু তারা ব্যর্থ হয় অভয়নগর উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন করতে। ফলে অভয়নগরে স্থবির হয়ে পড়েছে অভয়নগর ছাত্রলীগ এবং হতাশ হয়ে এক এক করে এই সংগঠন থেকে দুরে সরে যাচ্ছে যোগ্য ও মেধাবী ছাত্রনেতারা। বিষয়টি নিয়ে জেলা ছাত্রলীগের সমসাময়িক সভাপতি সাধারন সম্পাদকের দৃষ্টি আকর্ষন করলেও পাওয়া যায়না সন্তোষজনক কোনো উত্তর, শুধুমাত্র তাদের কাছ থেকে আশার বানী শোনা গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়না।

দীর্ঘদিন কমিটি গঠন না করায় সংগঠনটির পদ প্রত্যাশী অগনিত যোগ্য ও মেধাবী ছাত্রনেতারা ঝরে পড়ছে নেতৃত্বের প্ল্যাটফর্ম থেকে।

অভয়নগরের একাধিন ছাত্রনেতার সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে দৈনিক সমাজের কন্ঠকে তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ভালোবাসার এই সংগঠনটির স্থবিরতা দেখলে মনটা ভেঙ্গে যায়, কিন্তু জেলা থেকে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় অগনিত যোগ্য ছাত্রনেতারা বঞ্চিত হচ্ছে আদর্শিক এই সংগঠনকে নেতৃত্বে দেওয়া থেকে।
এসকল ছাত্রনেতাদের দীর্ঘশ্বাস শোনার মতো যেনো তেমন কেউ নেই। ফলে অভয়নগরে আদর্শিক সংগঠনটি থেকে তার সৌন্দর্যের রং বিবর্ণ হয়ে পড়ছে এবং ধুসর হয়ে পড়েছে অতিদ্রুত কমিটিটাকে পুর্ণাঙ্গ রুপ দেওয়ার আকাঙ্খা।

যারা অতীতে অভয়নগর ছাত্রলীগকে নেতৃত্বে দিয়েছেন তাদের ভিতর কয়েকজনের সাথে কথা বললে তারা আক্ষেপ করে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ। অথচ এই সংগঠনটি সারাদেশে ভালোভাবে চললেও কেবল যশোর জেলার অভয়নগর উপজেলায় গত ১৬-১৭ বছর ধরে ছাত্রলীগের সকল কার্যক্রমই চলছে মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি দিয়ে। ফলে স্থবির হয়ে পড়েছে সংগঠনটির সকল ধরনের কার্যক্রম। সাবেক সভাপতি তালিম হোসেন ও সাধারন সম্পাদক অর্জুন সেন ২০০৪ সালে তাদের কমিটির মেয়াদ শেষ করে এবং ২০০৪ সালে অভয়নগর উপজেলায় ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। তারপর ২০১২ সালে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ছাত্রলীগের সংবিধান অনুযায়ী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা থাকলেও গত ১০ বছর অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

অভয়নগরের অনেক ছাত্রনেতা ছাত্রলীগের নেতা বা কর্মী পরিচয় দিলেও আসলেই তাদের নেই কোনো পদ-পদবি।

এভাবে চলতে থাকলে অভয়নগর ছাত্রলীগ কাগজে কলমে থাকলেও থাকবেনা দৃশ্যপটে।

সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের প্রত্যাশা অতিদ্রুত অভয়নগর ছাত্রলীগ কমিটি গঠন করতে জেলা নেতৃবৃন্দ কার্যকর পদক্ষেপ নিবেন এবং অভয়নগর ছাত্রলীগে নতুন পুর্ণাঙ্গ কমিটি দিয়ে সংগঠনটি পুনর্জীবিত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here