কয়রা প্রতিনিধি:- পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবনাঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার ৭টি ইকোপার্ক সংষ্কার সহ আরও ৪টি নতুন ইকোপার্ক তৈরির জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ এবং অনুমোদন এর অপেক্ষায় রয়েছে উপকূলীয় সুন্দরবনাঞ্চলের পর্যটন শিল্পের বিকাশের জন্য।।
বিশেষ সূত্রে জানা গেছে, পুরানো ৪টি এবং নতুন ৩টি মোট সাতটি ইকোপার্ক সংষ্কার করা সহ পর্যটকদের জন্য প্রাথমিক ও জরুরী চিকিৎসা ব্যবস্থা, রাতে থাকার ব্যবস্থা, পর্যটকদের অবস্থান নিশ্চিত করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, পর্যটকদের জন্য মোবাইল নেটওয়ার্কের উন্নত ব্যবস্থা করা।
নতুন ৩টি পর্যটন শিল্প গড়ে তোলার জন্য এ অঞ্চলে ২৫কোটি টাকা বরাদ্দ ও অনুমোদন করা হয়েছে।পশ্চিম সুন্দরবনাঞ্চলের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য বিশেষ করে কয়রা উপজেলার আংটিহারা আইয়ুব ক্যাম্প স্থাপনের পর থেকে এ অঞ্চলের মানুষের দাবি ছিল পর্যটন কেন্দ্রের তাছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইবার করে কয়রা উপজেলা সফর করা কালীন সময়ে নিজেই পর্যটন শিল্প গড়ে তোলার কথা বলেন।সেই দাবি বাস্তবায়ন করতে খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও জোর দাবি জানান।
পশ্চিম বিভাগের বন কর্মকর্তা বশিরুল আল মামুন বলেন,পর্যটকদের বিভিন্ন বিড়ম্বনা এড়িয়ে সার্বিক সহযোগীতাই সরকারের লক্ষ্য। সেজন্যই সবধরনের ব্যবস্থা গ্রহন করতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে বর্তমান সরকার।