কুড়িগ্রামের গ্রাম মহল্লায় বোরো ধান কাটা ও মাড়াইয়ের উৎসব শুরু হয়েছে

0
1
আজিজুল হক নাজমুল (কুড়িগ্রাম) –  কুড়িগ্রাম জনপদে বোরো ধান কাটা ও মাড়াইয়ের উৎসব শুরু হয়েছে। এ উৎসবকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার কুড়িগ্রামের নয়টি উপজেলায় ১ লাখ ১৫ হাজার ৭৯১ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। বোরো ধানে অন্যান্য বারের তুলনায় এবার রোগব্যধি কম হওয়ায় ফসল অনেকটা ভাল হয়েছে। এতে কুড়িগ্রামের কৃষকরা অনেকটা স্বস্তি নিয়েই বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন। এখানে এখনও পুরোপুরি কাটা ও মাড়াই শুরু না হলেও চর এলাকাগুলোতে এ কাজ শুরু হয়ে গেছে। ফুলবাড়ীর বড়ভিটা চরাঞ্চলের কৃষক সামিউল হক প্রতিবেদক কে বলেন, তিনি ২ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। এখন এই ধান কেটে এনে মাড়াই করে ২ বিঘায় ৩৫ মণ ধান পেয়েছেন। সঠিক পরিচর্যা হলে তিনি আরও বেশি ধান পেতেন। একই এলাকার কৃষক ইউনুছ আলী জানান, তিনি ৩ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। ক্ষেতে পোকার আক্রমণ কম হওয়ায় এবার তার বোরোর ফলন ভাল হয়েছে। ওই ফসল কাটা ও মাড়াই শুরু হয়েছে। তিনি বিঘাপ্রতি ২০ মণ ধান পাওয়ার আশা করছেন। কৃষক জয়নাল আবেদীন, রজব আলী, সেরাজুলসহ আরও অনেকেই বোরো ধান কাটা ও মাড়াই কাজ শুরু করেছেন। বিঘাপ্রতি তারা ১৮ থেকে ২০ মণ ধান পাওয়ার আশা করছেন। এতে ধান উৎপাদনের ৬/৮ হাজার খরচ বাদ দিয়ে ধান বিক্রি করে তারা বিঘাপ্রতি ৪/৫ হাজার টাকা আয় করার আশা করছেন। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-সহকারী কৃষিকর্মকর্তা বিমল কুমার দে জানান, কুড়িগ্রামের নয়টি উপজেলায় এবার ১ লাখ ১৫ হাজার ৭৯১ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। বোরো ক্ষেতে পোকার আক্রমণ কম হওয়ায় এবার কুড়িগ্রামে বোরো চাষে কৃষকরা আশানুরূপ ফলন পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here