ঝড়ো হাওয়াসহ ভারীবৃ‌ষ্টি হতে পারে,সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

0
1

কণ্ঠ  ডেস্ক  :১৮ আগস্ট, ২০১৯ –  আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আজ রবিবার দুপুরে তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানোা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিন ও দক্ষিন পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিঃমিঃ গতিবেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বিগত ২৪ ঘন্টায় পানি সমতল হ্রাস পেয়েছে ৬০টি স্থানে ও সমতল বৃদ্ধি পেয়েছে ২৭টি স্থানে।
তবে আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী দক্ষিন পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী ২৪ ঘন্টায় ব্রক্ষ্মপুত্র – যমুনা এবং গঙ্গা- পদ্মা নদ নদী সমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে সুরমা- কুশিয়ারা নদী সমূহের পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে।- খবর বিজ্ঞপ্তি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here