সমাজের কন্ঠ ডেস্ক – ভারত কর্তৃক বাংলাদেশ সীমান্তে হত্যাকান্ড থামছেই না।ভারতের রাজত্ব চলছে শুধু মাত্র বাংলাদেশ সীমান্তে। ৩৩ লাখ কিলোমিটারের একটি বৃহৎ দেশ ভারত। এই বৃহৎ ভারতের সঙ্গে সীমান্ত যুক্ত রয়েছে এই অঞ্চলের ৬টি দেশের। কিন্তু সীমান্তে হত্যাযজ্ঞ চলে শুধুমাত্র বাংলাদেশ সীমান্তেই, এমন ভারতের চিরশত্রু পাকিস্তানের সীমান্তেও এমন হত্যাযজ্ঞ হয় না। এছাড়া চীন, নেপাল, ভুটান, মিয়ানমার সীমান্তেও এমন হত্যার ঘটনা প্রায় শূন্য।
সম্প্রতি সীমান্ত নিয়ে চীনের সাথে ভারতের প্রায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। পাকিস্তানের সঙ্গেও প্রায় সবসময় একই অবস্থা বিরাজ করে আসছে। আর নেপাল তো ভারতের ভূখন্ড নিয়ে মানচিত্রই বদলে দিয়েছে। এখন বাকি শুধু রাজত্ব রয়েছে বাংলাদেশ সীমান্তে এবং সেই রাজত্ব ভারত চালিয়েই যাচ্ছে প্রতিনিয়ত।
বারবার সীমান্তে হত্যাকান্ডের বিষয়ে আশ্বাস দিলেও বাংলাদেশ সীমান্তে থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র হত্যাকাণ্ড। বেড়েই চলেছে এই একপেশী হত্যাকান্ড। প্রতিবেশি এই দেশটির সীমান্তরক্ষীর হাতে গত বছর রেকর্ড পরিমাণ হত্যাকাণ্ড ঘটেছে। আর চলতি বছরের শুরুতেই এই হত্যাযজ্ঞ আশঙ্কা হারে বেড়েছে।
গত ৬ মাসে সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে, ২০২০ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সীমান্তে ২৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জনই নিহত হয়েছেন বিএসএফের গুলিতে।
সংগঠনটি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তারা এই রিপোর্ট তৈরি করেছে।