ন্যাড়া মাথায় গরম কম লাগে এটি একটি অযৌক্তিক ভাবনা

0
4

ডাঃ সাঈদ সুজন – ন্যাড়া মাথায় গরম কম লাগে এটি অযৌক্তিক ভাবনা- আমার আম্মা সব সময় আমাকে বুঝাইতেন – ” মাথা ন্যাড়া করলে গরম কম লাগে” । জানি না এই ধরনের ভুল ধারণা মায়েদের মনে ঢুকিয়েছিল কে জানে। আসলে ব্যাপারটা ঠিক উল্টো অর্থাৎ ন্যাড়া মাথায় গরম বেশি লাগে। চুলের কাজতো কেবল দেহের সৌন্দর্য বৃদ্ধি নয়, চুল দেহের সঙ্গে বাইরের তাপমাত্রার তারতম্য নিয়ন্ত্রণ করে, রোদের তাপ ও নানা ধরনের ক্ষতিকর বিকিরণ থেকে দেহকে রক্ষা করে, স্পর্শেন্দ্রিয়র কাজ করে। কাজেই গরম ঠেকাতে চুল রাখা অবশ্যই দরকার।

অনেকেই ভাবেন, চুল কামিয়ে ফেললে তা ঘন বা কালো হয়ে গজায়। এ জন্য মায়েরা ছোট বয়সে প্রায়ই বাচ্চাদের মাথা ন্যাড়া করে দেন। (আমার আম্মা ক্লাশ নাইন পর্যন্ত আমাকে সেলুনে যেতে দেন নাই, বাসায় ন্যাড়া করে দিতেন এক মাস পর পর 
এমনকি বড়দের ক্ষেত্রেও এই প্রবণতা দেখা যায়। হয়তো চুল লালচে দেখাচ্ছে বা চুল স্বাভাবিকের তুলনায় বেশি পড়ে যাচ্ছে, তখন অনেক প্রাপ্তবয়স্কও চুল ফেলে দেন। কিন্তু চুল ফেলে দিলে আসলেই কি ঘনভাবে গজায়?

উত্তর হলো – চুল কামালে চুল ঘনভাবে গজায় না। মাথা ন্যাড়া করা চুল পড়া বন্ধ করে না বা কালোও করে না। আসলে এটি বংশগত একটি বিষয়। যার পড়বে চুল, তা ন্যাড়া করে ঠেকানো যাবে না।

তবে চুল পড়া রোধে মাথায় ব্যবহারের জন্য চিকিৎসক যদি কোনো ওষুধ দেন, সেটি ভালোভাবে লাগানোর জন্য চুল কামানো যেতে পারে। তবে কামাতেই হবে, এমন কোনো বিষয় নেই। তাই চুল ঘন করার উদ্দেশ্যে কামানোর কোনো প্রয়োজন নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here