বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড করে ৬১ রানে পরাজিত অষ্ট্রেলিয়া

0
0

স্পোর্টস ডেস্কঃ অষ্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে তাদের সর্বনিন্ম রানের রেকর্ড করে লজ্জাজনকভাবে হারলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে ২০০৫ সালে মাত্র ৭৯ রানে অল-আউট হয়েছিল অজিরা। আজ সেই রেকর্ডও ভাঙল তারা। বাংলাদেশের দেয়া ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে অল-আউট হয়েছে ৬২ রানে।

১২২ রানের পুঁজি নিয়েও তাই হাল ছাড়ল না বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে আগেই সিরিজ হারের স্বাদ দেয়া টাইগাররা অদম্য স্পৃহা নিয়ে ঝাপিয়ে পড়ল শেষ ম্যাচেও। টানা তিন জয়ের পর চতুর্থ টি-টোয়েন্টিতে লড়াই করে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারিদের রীতিমত লজ্জায় ডুবাল টাইগাররা। তাদের ৬২ রানে অলআউট করে দিল স্বাগতিক দল। ৬০ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here