শার্শা বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফ’র গুলিতে রাখাল গুলিবিদ্ধ

0
2

শার্শা(বেনাপোল)প্রতিনিধি : যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে ইসরাফিল হোসেন (৩০) নামে এক বাংলাদেশী  গরু রাখাল গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১জুলাই) ভোরে বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ এবং সে গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধে আহতের পরিবার সুত্রে জানা যায়, গুলিতে আহত ইসরাফিল হোসেনসহ কয়েকজন যুবক সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।

এসময় পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইসরাফিল গুলি বিদ্ধ হয়ে পড়ে থাকে। পরে সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সু্বদোর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহত গরু ব্যবসায়ীকে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা শেষে সকাল ৯টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আহতের মা জাহানারা বেগম জানান, তার ছেলে ট্রাক চালায়। ক’দিন ধরে কাজ ভাল না থাকায় ভারতে গরু আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। জানতে পেরেছি বিজিবি তাকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার নিজামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সদস্যরা ইসরাফিল নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার বাম হাতে গুলিবিদ্ধ হয়। তার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here