কলারোয়ার মদনপুরে মৎস্য ঘেরের পাশ থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

0
1

ফিরোজ জোয়ার্দ্দার – সাতক্ষীরার কলারোয়া উপজেলার মদনপুর জনৈক কালাম ডাক্তারের মৎস্য ঘেরের বেঁড়ী বাঁধ থেকে মাজেদুল ইসলাম (৩৮) নামের এক খুচরা মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ মে) রাত ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাজেদুল শ্রীরামপুর গ্রামের মাওলানা রেজাউল হকের ছেলে। থানা ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত মাজেদুল বুধবার সকালে নিজ বাড়ী থেকে বাঁগাআচড়া মৎস্য আড়তের উদ্দেশ্য বের হয়েছে মাছ কেনার জন্য। আড়ৎ থেকে পাইকারী মাছ কিনে এনে সে এলাকাতে বেচা কেনা করে সংসার চালাতো। ঘটনার সারাদিন পার হয়ে গেলে মাজেদুল বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। মাগরিবের নামাজের পর স্থানীয় মৎস্য চাষীরা ওই ঘের পাহাড়ায় দিতে গেলে বেঁড়ী বাঁধের পাশে মাজেদুলের লাশ দেখে কলারোয়া থানা পুলিশ ও পরিবারকে খবর দেয়। থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। নিহত মাজেদুলের শরীরে বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দিনের কোন এক সময় কে বা কারা তাকে হত্যা করে লাশ বেঁড়ী বাঁধের পাশে ফেলে রেখে যায়। নিহত মাজেদুলের লাশ পুলিশ উদ্ধার করে কিন্তু লাশটি শার্শা থানা এলাকাতে হওয়ার শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে কলারোয়া থানার উপ পুলিশ পরিদর্শক রাজীব হোসেন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here