শার্শা প্রতিনিধি: ১ লা ডিসেম্বর ২০১৯ যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক লোকসমাজ পত্রিকায় ঝিকরগাছার শংকরপুরে ১০ টাকা দরে চালের ডিলারের বিরুদ্ধে অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছ। জগনন্দকাটির আবুল কাশেম উপজেলা নির্বাহি অফিসারের কাছে অভিযোগ করেন যে,১৬৮ নং কার্ডধারী আবু জাফর ২৪৯ নং হাবিবুর রহমান,২৩৯ নং লিলিমা খাতুন,২৫৯ নম্বরে আবার ও হাবিবুর রহমানের নাম আছে।প্রকৃতপক্ষে ডিলারের লিষ্টে ১৬৮ নম্বরে আন্ঞুয়ারা,২৪৯ নম্বরে সখিনা,২৩৯ নং তহমিনা এবং ২৫৯ নং এ ইবাদুলের নাম আছে।ডিলারের লিষ্টে কোথায় সংবাদপত্রে প্রকাশিত নাম গুলা নাই।উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগকারী আবুল কাশেম চালের ডিলারের কাছে মোটা অংকের টাকা দাবি করে এ টাকা না পাওয়ায় সে বিভিন্ন মহলে ডিলারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছ।
প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।আমি উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।