চৌগাছায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

0
1

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯জানুয়ারী) দিনব্যাপী উপজেলা পৌর সদরে অবস্থিত মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মডেল প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা শিশুদের মানবিক মূল্যবোধে বেড়ে উঠতে শেখায়। তাই এই চর্চা অব্যহত রাখতে হবে। তিনি বলেন শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার জন্য লেখাপড়া শিখতে হবে এমনটি নয়। দেশ এবং সমাজে আরো বিচিত্র ধরনের পেশা রয়েছে। যা কোনঅংশে গুরুত্বহীনভাবে দেখার সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলমগীর মতিন চৌধুরী, ইউআরসির ইন্সেটেক্টর নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া ও সঞ্জয় ঘোষাল, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শাহীন মাহবুব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, মোকলেছুর রহমান, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, মর্জিনা খাতুন প্রমূখ।
প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে কবিতা, নৃত্য, সঙ্গীত, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, ক্রীয়াসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

খ বিভাগের আবৃত্তিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক’র ছেলে নবনূর দ্বিতীয় স্থান অধিকার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here