নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট থেকে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা ২০ হাজার ইউএস ডলার ও দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল ফোনসহ লাইলী রহমান লাকি (২৮) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এ ডলারসহ তাকে আটক করা হয়।
আটক লাকি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চররামারী কান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে। তার পাসপোর্ট নং ইই-০২৭৫১৭০।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম জানান, ভারত থেকে বাংলাদেশে আসার পর ওই নারী কাস্টমস স্ক্যানিং শেষে বের হলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার ল্যাগেজ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি মোবাইল ফোন করা উদ্ধার হয়।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার কামরুল হোসেন জানান, উদ্ধারকৃত ডলার ও মোবাইল ফোন কাস্টমস হাউজে জমা করা হবে বলে তিনি জানান।