কোভিড-১৯ প্রতিরোধে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে গণপরিবহনসহ কয়েকজনকে জরিমানা

0
0

তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গণপরিবহনসহ কয়েকজনকে জরিমানা

করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ এপ্রিল)
বেলা ১২ টার দিকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ও গণপরিবহনে ওই ভ্রাম্যমান
আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী
অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। আদালত
পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন
করার অপরাধে ২টি পরিবহনকে ১০ হাজার টাকা ও মাক্স ব্যবহার না করার অপরাধে
কয়েকজনকে বিভিন্ন অংকে আর্থিক জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারি আব্দুল মান্নানসহ দাপ্তরিক স্টাফ
ও পুলিশ সদস্যবৃন্দ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা
নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, সকলকে মাক্স পরিধান করতে হবে
এবং স্বাস্থ্যবিধি অনুসরন করে নিজেকে নিরাপদ রাখুন ও অপরকে নিরাপদ থাকতে
সচেতন করুন। তিনি আরও জানান, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশনায়
কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমান আদালত
পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here