ভারতে দুই বছর কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরল বাংলাদেশি ৭ যুবক

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ ভালো কাজের আসায় অবৈধ পথে ভারতে যেয়ে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে বাংলাদেশি ৭ যুবক।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলো, রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান, জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু আলী।
ফেরত আসা মজনু মিয়া জানায়, তারা কেরালা প্রদেশে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়। এরপর তারা সেদেশের ত্রিশুল সেন্ট্রাল জেলে দুই বছর জেল খাটে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম বলেন, গত দুই বছর আগে ভালো কাজের আশায় তারা ভারতের কেরালা প্রদেশে যায়। সেখানে যেয়ে তারা একটি কোম্পানিতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজতে যায়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ইমিগ্রেশনের কাজ শেষে তাদের থানার কাজের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here