বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক-১

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ বেনাপোলে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২২ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন সান্টু (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) রাতে পৃথক অভিযানে  বেনাপোল বারপোতা ও দৌলতপুর মাঠ থেকে এসব ফেনসিডিলাহরী  আটক করা হয়।
আটক জাকির ঝিকরগাছা থানার বেলে বটতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে বারপোতা কদমতলা পাকা রাস্তার উপর অবস্থান করছে । এমন খবরে এএসআই শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ  জাকিরকে আটক করে।
অপরদিকে, বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন গোপন খবরে সীমান্তের দৌলতপুর মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আগামীকাল  যশোর আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here