সমাজের কণ্ঠ ডেস্ক :১৮ আগস্ট, ২০১৯ -গোটা দেশ আজ জালিম সরকারের শোষণ-নিপীড়নের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের অর্জিত অধিকার স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত। মানুষ আজ দিশেহারা আতঙ্কিত, দেশের শ্রমিক-কৃষক ঘামের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত।
আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন বিতরণের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মিথ্যা মামলায় অবিচারের কারাগারে বন্দি আর আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশ মানুষ যাকে মনে করেন সেই নেতা তারেক রহমান স্বাচ্ছন্দ্যে দেশে ফিরতে পারছেন না। ঠিক এমনই এক মুহূর্তে জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনাময় দিন সৃষ্টির লক্ষ্যে রাজপথে নামছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ মোতাবেক সাবেক ছাত্রনেতারা উদ্যোগী হয়ে যে ভূমিকা গ্রহণ করেছে সেটি হচ্ছে কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন।
মনোনয়ন ফরম বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল শনিবার এটা শুরু হয়েছে। আজকে ফরম বিতরণের শেষ দিন। এরপর ধারাবাহিকভাবে পুনঃতফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর শীর্ষ দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম আহবায়ক এ বি এম মোশাররফ হোসেনসহ আরো অনেকে।