আল আমিন জনি, ঢাকা থেকেঃ সারাদেশে রেকর্ড পরিমানে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি। আজ শনিবার (৬ই আগস্ট) রাত ৮টার দিকে দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পরে একই রোডের স্কাউট মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় হারিকেন মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।