দেশে জ্বালানি তেলের মুল্য বৃদ্ধিতে আরেক দফা বাড়লো বাস ভাড়া

0
0

আল আমিন জনি, ঢাকা থেকেঃ দেশব্যপি জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ মুল্য বৃদ্ধির পরে দেশের গণপরিবহনের নতুন ভাড়া ঠিক করতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বৈঠকে সিটির ভেতরে প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বেড়ে ২ টাকা ৫০ পয়সা বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। যা পূর্বে ছিল ২ টাকা ১৫ পয়সা।

ওদিকে দূর পাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বেড়ে ২ টাকা ২০ পয়সা বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। যা পূর্বে ছিল ১ টাকা ৮০ পয়সা। শনিবার (৬ই আগস্ট) বিকেল বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়িয়েছিল। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (প্রশাসন) আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লা, সচিব এ টি এম কামরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, পরিবহন মালিকদের সঙ্গে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা উপস্থিত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here