একের পর এক শৃঙ্খলা ভঙ্গের কারনে ব্রাজিলের অধিনায়কত্ব হারালেন নেইমার

0
0
ব্রাজিল ফুটবল থেকে অধিনায়ত্ব হারিয়েছে নেইমার জুনিয়র

সমাজের কন্ঠ স্পোর্টস ডেস্ক – ঔদ্ধত্যপূর্ন আচরণ করার জন্য ব্রাজিলের অধিনায়কত্ব হারালেন নেইমার। আসন্ন কোপা আমেরিকা টুর্ণামেন্টে ব্রাজিল ফুটবল দলের নেতৃত্ব দিবেন দানি আলভেজ।

নেইমার মাঠের ফুটবলের থেকে মাঠের বাইরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্যে নিয়মিত বিতর্কিত হতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড নেইমারেরকে। চ্যাম্পিয়ন্স লীগের থেকে পিএসজির বিদায়ের ম্যাচে রেফারির সিদ্ধান্ত মেনে না নিয়ে বাজে মন্তব্য করে নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। তারপর আবার ফ্রেঞ্চ কাপের ফাইনালের পর গ্যালারিতেই এক দর্শকের গায়ে হাত তুলেন নেইমার।

এইসকল ঘটনা আমলে নিয়েই তাকে ব্রাজিলের অধিনায়কত্বের পদ থেকে অব্যাহতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ব্রাজিলের কোচ তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিল দলের নেতৃত্ব দিবেন দানি আলভেজ।

আলভেজ এখন পর্যন্ত চার ম্যাচে ব্রাজিল দলকে নেতৃত্ব দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here