সমাজের কণ্ঠ ডেস্ক – ১০ আগস্ট, ২০১৯ :
বিটিসিএল টেলিফোনের মাসিক লাইনরেন্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি মিনিট কল করারও সুযোগ মিলবে। তবে বিটিসিএল থেকে অন্য যেকোনো অপারেটরে কথা বলতে মিনিটপ্রতি খরচ হবে ৫২ পয়সা। ১৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সারা দেশে বিটিসিএলের নেটওয়ার্ক থাকায় সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে জনবান্ধব সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সব কিছু করার আশ্বাস দেন তিনি। শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করতে ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান ব্রডব্যান্ড নেটওয়ার্ক ফাইভজি উপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ।