সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে আর্থিক জরিমানা

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:করোনা মোকাবেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অপরাধে কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। শনিবার(১০ জুলাই) সকাল ৯ টার দিকে পৌর সদর, কয়লা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বিজ্ঞ আদালতে ৪ টি মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের কার্যক্রমে সহায়তা করেন থানার উপ- পরিদর্শক(এসআই) ইসমাইল হোসেনসহ সেনাবাহিনী,পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ। এ ছাড়া, কোভিড-১৯’ এর বিস্তার রোধকল্পে সরকারি নির্দেশিত বিধি-নিষেধ বাস্তবায়নে বিভিন্ন এলাকা পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী সকলকে মাস্ক পরিধান ও সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। তিনি আরও বলেন, আর্থিক জরিমানা করায় আমাদের লক্ষ্য নয়, আপনাদের সুরক্ষিত রাখতেই- আমাদের এই  ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here