ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত

0
0

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি। সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এই শ্লোগান নিয়ে নীলফামারী ডিমলায় পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মে)উপজেলা হলরুমে পাঠ মন্ত্রনালয় ও পাট অধিদপ্তর ডিমলার আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন উপজেলার একশো জন পাটচাষী।প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও ডিমলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক সোলায়মান আলী,নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)মাজেদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,জেলা পাট কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান,ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমূখ।প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী পাটচাষীদের মাঝে উন্নত মানের পাটের তৈরি ব্যাগ,যাতায়াত ও খাওয়া বাবদ অর্থ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here