অভয়নগরে কঠোর বিধিনিষেধ স্বত্বেও বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

0
1

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলায় করোনা সংক্রমণ রোধে চলছে জেলা প্রশাসনের ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে তৎপর প্রশাসন। তারপরও থামছে না কোরানা সংক্রমনের উর্ধগতি। ক্রমাগতভাবে বেড়েই চলেছে করোনা সংক্রমণ সেই সাথে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। গতকাল ১৬ই জুন বুধবার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার ধুলগ্রামের বিষনুপদ দত্ত (৬৮) অপরজন সিদ্দিপাশা গ্রামের মকবুল হোসেন (৬০)। এর আগের দিন মারা যান কোটা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মারুফা বেগম (৪০)। হাসপাতালের সুত্রে জানা যায় তারা দুজনেই করোনা পজেটিভ ছিলেন। এ নিয়ে অভয়নগর উপজেলায় মোট করোনায় মৃত্যুর সংখা দাড়ালো ২৩ জনে।অভয়নগর উপজেলায় কঠোর বিধিনিষেধ চলাকালীন করোনার এই উর্ধগতি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বিজ্ঞজনেরা। এভাবে চলতে থাকলে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েণ্টর সংক্রমণ আশংকাজনক ভাবে বেড়ে যাবার শংকা প্রকাশ করেছেন অনেকেই। তাদের মতে বিধিনিষেধ পালন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের অবস্থান আরো কঠোর না হলে কোনো মতেই সংক্রমণের উর্ধগতি ঠেকানো সম্ভব নয়। বিশেষ করে স্বাস্থ্য বিধি মেনে চলতে জনগনকে আরো সচেতন করা সেইসাথে আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়নের আশা প্রকাশ করেন। এ দিকে পরিস্থিতি বিবেচনায় অবস্থার পরিবর্তন ঘটাতে আরো এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here