সমাজের কন্ঠ ডেস্ক – করোনায় যশোর জেলার হটস্পট হয়ে ওঠা অভয়নগরে আজ করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আজ শনাক্ত হয়েছে ২৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১জন। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নাম বিমলেন্দু। এ নিয়ে আজ পর্যন্ত অভয়নগর উপজেলায় মোট আক্রান্ত হলো ১৫৯ জন।
আজ নতুন আক্রান্তদের তালিকা – মাহমুদা পারভীন (ওয়ার্ড ৪), জাহান আলী (ওয়ার্ড ৬), আনোয়ার হোসেন( বর্ণি), মিম (ওয়ার্ড ৬), কমল সাহা (ওয়ার্ড ১), রাজু আহমেদ (ওয়ার্ড- ০৬), শহিদুল ইসলাম( ওয়ার্ড ২), নাদিরা বেগম ( ওয়ার্ড ৬), নাসিমা (ওয়ার্ড ৬), ফারুক অাহমেদ (ওয়ার্ড ৬), ফাতেমা (ওয়ার্ড ৬), হুমায়ুন কবীর (ওয়ার্ড ৬), কৃষ্ণ পদ ( ওয়ার্ড ৬), হাজী অাব্দুল গফ্ফার (বর্নি, শ্রীধরপুর), রোকনুজ্জামান (ওয়ার্ড নং ৮), অাল মাসুদ (খুলনা,বয়রা। নওয়াপাড়ায়,চাকুরীজীবী), শাহিদা (ওয়ার্ড ৯), ফরিদা (বনগ্রাম), শামছুর ( ওয়ার্ড ৬), অাবুল কালাম ( বাঘুটিয়া), রেহেনা ( ওয়ার্ড ৬), জামাল উদ্দীন (ওয়ার্ড ৫), অানোয়ারা বেগম (ওয়ার্ড ১), আবু তালেব মোল্যা (ওয়ার্ড ১), রাফিয়া বেগম (ওয়ার্ড ৬), উকিল উদ্দীন (গাবখালী), নিপুন চন্দ্র (ওয়ার্ড ৪), বি এম মিজানুর রহমান (ওয়ার্ড ৬)
আর ফলো আপ রিপোর্ট পজিটিভ এসেছে ১ জনের।
সুত্র – অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।