ডিএসকে ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু ও নতুন করে আরও শনাক্ত হয়েছেন ১,১১৬ জন। শনাক্তের হার আগের থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও নতুন করে শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৬৯ জন মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৯৬ হাজার ৩৪ জন। আজ শনিবার (৮জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।