কলারোয়ার কাদপুর গ্ৰামে বাল্য বিবাহের অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে বাল্য বিবাহ রোধে বিবাহ
অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপরাধীকে আর্থিক জরিমানা করা
হয়েছে। ঘটনাটি ঘটেছে, চন্দনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাদপুর গ্রামের
আব্বুস সাত্তারের অপ্রাপ্ত বয়স্ক কণ্যা সুরাইয়া আসমিন শোভার (১৫) বিয়ে
অনুষ্ঠানে। আদালত ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সোনাবাড়িয়া
ইউনিয়নের চাঁন্দা গ্রামের মুনসুর আলী সরদারের অপ্রাপ্ত বয়স্ক পুত্র নাঈম
হোসেন(১৯) বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শুক্রবার (১৩ আগষ্ট) সকালে কাদপুর
গ্রামের আব্বুস সাত্তারের অপ্রাপ্ত বয়স্ক কণ্যা সুরাইয়া আসমিন শোভার(১৫)
বাড়িতে যায়। বাল্য বিবাহের বিষয়টি স্থানীয়রা জানতে পেরে গোপনে উপজেলা
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীকে অবগত
করেন। তিনি তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করায়
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন এই দিন
বেলা ৩ টার দিকে কণ্যার বাড়িতে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিবাহ
রোধ করত: ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ
বিচারক কণে পক্ষকে বাল্য বিবাহ দেয়ার অপরাধে ৫(পাঁচ) হাজার টাকা জরিমানা
আদায় করেন। এ ছাড়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত
অঙ্গিকার নামায় বর ও কণের পরিচয় উল্যেখ করে স্বাক্ষীদের উপস্থিতিতে
কণ্যার মাতা মোছা: শিরিনা খাতুনের স্বাক্ষরে বাল্য বিবাহের সহিত সম্পৃক্ত
হইব না বলে অঙ্গীকার করেন। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন চন্দনপুর
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, থানার এএসআই কবির, কাদপুর প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, শিক্ষিকা মেহজাবিন সুলতানা, সমাজ
সেবক মমতাজ, শেখ শাহাদুল্লাহসহ জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের
কর্মকর্তা ও স্থানীয় সচেতন নাগরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here