বাঘের হুঙ্কারে অষ্ট্রেলিয়া কুপোকাত। বাংলাদেশের সিরিজ জয়

0
0

ডা. শাহরিয়ার আহমেদঃ স্বাগতিক বাংলাদেশ ও  অষ্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল, যা যেকোনো ফরম্যাটে অজিদের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়। 

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক রিয়াদ, ৫৩ বলের মোকাবেলায়। তার ইনিংসে ছিল ৪টি চার।

এছাড়া সাকিব আল হাসান ১৭ বলে ২৬ ও আফিফ হোসেন ধ্রুব ১৩ বলে ১৯ রান করেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে দুটি করে উইকেট শিকার করেন জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা। অভিষিক্ত নাথান এলিস ৩৪ রান খরচ করলেও ইনিংসের শেষ ৩ বলে তিন উইকেট শিকার করে ইতিহাসের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে গড়েন হ্যাটট্রিকের কীর্তি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মন্থর গতিতে শুরু করে অজিরা। অধিনায়ক ম্যাথু ওয়েড ওপেনিংয়ে নেমে নাসুম আহমেদের শিকারে পরিণত হন দলীয় ৮ রানে। এরপর ভাগ্যের স্পর্শে ৬৩ রানের জুটি গড়ে ফেলেন একাদশে সুযোগ পাওয়া ব্যান ম্যাকডারমট ও মিচেল মার্শ।

৭১ রানে তাদের জুটি ভাঙেন সাকিব, ৪১ বলে ৩৫ রান করে বিদায় নেন ম্যাকডারমট। এতে চাপে পড়ে যায় দলটি, যা আরও বেড়ে যায় শরিফুল ইসলাম মইসেস হেনরিকসকে শিকার করলে। ৯৪ রানে শরিফুলের শিকারে পরিণত হন ফর্মে থাকা মার্শ। তার আগে ৪৭ বলে ৫১ রান করে আতঙ্ক ছড়ান বাংলাদেশের বোলিং ইউনিটে।

শেষ ২ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৩ রান। মুস্তাফিজুর রহমানের করা ১৯তম ওভারে অজিরা মাত্র ১ রান নিতে সক্ষম হয়। শেখ মেহেদী হাসানের করা শেষ ওভারে ১১ রানের দেখা পায় ওয়েডের দল। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান। অ্যালেক্স ক্যারি ১৫ বলে ২০ ও ড্যান ক্রিশ্চিয়ান ১০ বলে ৭ রান করে অপরাজিত থাকেন, তবে দলকে জয় এনে দিতে পারেননি।

৪ ওভার বল করে মুস্তাফিজ মাত্র ৯ রান খরচ করেন। ২৯ রানের খরচায় ২ উইকেট শিকার করেন শরিফুল। নাসুম ১৯ ও সাকিব ২২ রানের বিনিময়ে একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ : ১২৭/৯ (২০ ওভার)
রিয়াদ ৫২, সাকিব ২৬, আফিফ ১৯
এলিস ৩৪/৩, হ্যাজলউড ১৬/২, জাম্পা ২৪/২

অস্ট্রেলিয়া : ১১৭/৪ (২০ ওভার)
মার্শ ৫১, ম্যাকডারমট ৩৫, ক্যারি ২০*
শরিফুল ২৯/২, নাসুম ১৯/১, সাকিব ২২/১, মুস্তাফিজ ৯/০

ফল : বাংলাদেশ ১০ রানে জয়ী।

সিরিজ: বাংলাদেশ-৩ অষ্ট্রেলিয়া-০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here