আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত হলেন অবসর না নেওয়া ক্রিকেটার ‘আশরাফ’

0
0

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন জাতীয় দলে খেলা ৩৩ বছর বয়সী ক্রিকেটার মিরওয়াইস আশরাফ।

গেল বছরও দিব্যি আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন মিরওয়াইস আশরাফ। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানানোর কোনো ঘোষণাও দেননি এখন পর্যন্ত। ৩৩ বছর বয়সী সেই পেসারই কিনা বোর্ড সভাপতির গুরু দায়িত্ব পেলেন!

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জাতীয় দলে খেলা সাবেক পেসার মিরওয়াইস আশরাফ। বুধবার (১০ নভেম্বর) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।চমকপ্রদ খবরটি জানিয়ে টুইট বার্তায় এসিবি লিখেছে, প্রধানমন্ত্রী ও এসিবির চিফ প্যাট্রন মোহাম্মদ হাসান আখন্দ কর্তৃক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিরওয়াইস আশরাফকে।

বিশ্বমঞ্চে আফগান ক্রিকেটের উথানে অন্যতম নায়ক ছিলেন মিরওয়াইস আশরাফ। আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। যেখানে ৪৬ ওয়ানডেতে ডানহাতি মিডিয়াম পেস বোলিংয়ে ৪৬টি উইকেট শিকার করেছেন আশরাফ।পাশাপাশি ব্যাট হাতে এক ফিফটিতে করেছেন ৩৮৭ রান। অন্যদিকে ২৯ টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ১৪টি এবং ব্যাট হাতে করেছেন ১১৮ রান। ২০১৬ সালের অক্টোবর মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ আফগানিস্তানের জার্সিতে দেখা গেছিলো আশরাফকে।উল্লেখ্য, তালেবান কর্তৃক পুনরায় আফগানিস্তানের দখল নেওয়ার পর গেল আগষ্টে মাসে এসিবির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো আজিজউল্লাহ ফজলিকে। তবে মাত্র দুই মাস পরেই তাকে অপসারণ করে আশরাফকে সভাপতির চেয়ারে বসানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here