যশোর জেলায় কত সালে কি প্রতিষ্ঠিত হয়েছে :: ১৫৭৭ খৃষ্টাব্দে ‘যশোর রাজ্য’ প্রতিষ্ঠিত হয়। ১৭৮১ খৃষ্টাব্দে ইংরেজ শাষনামলে বাংলার প্রথম ঘোষিত জেলা এই যশোর। এ জেলার পরিধি ছিলো এক সময় বৃহত্তর যশোর, বৃহত্তর খুলনা, রাজবাড়ী, বনগাঁ। ১৮৩৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ‘যশোর জিলা স্কুল’ যা বাংলাদেশের ২য় প্রাচীন স্কুল। ১৮৪২ সালে যশোর শহরে ‘জেলা কাউন্সিল’ নামে একটি হাসপাতাল স্থাপিত হয়। ১৮৪৩ সালে একটি গীর্জা প্রতিষ্ঠিত হয়। ১৮৫৪ খৃষ্টাব্দে ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী’ প্রতিষ্ঠিত হয় যা এদেশের সবচেয়ে প্রাচীন পাবলিক লাইব্রেরী। ১৮৬৪ সালের ১লা আগস্ট গঠিত হয় ‘যশোর পৌরসভা’। কোলকাতা ১৮৬৮ সালে ঝিকরগাছা হতে শিশির কুমার ঘোষ ‘অমৃতবাজার’ পত্রিকা প্রকাশ করেন যা ছিল কলকাতার জনপ্রিয় ইংরেজি পত্রিকা। ১৮৭৫ সালে যশোর ‘কেন্দ্রীয় কারাগার’ প্রতিষ্ঠিত হয়। ১৮৯০ সালে যশোর শহর মুরলী হতে স্থানান্তর করে বর্তমান স্থানে নিয়ে আসা হয়। ১৯০১ সালে ‘যশোর সদর হাসপাতাল’ প্রতিষ্ঠিত হয়। ১৯০৯ সালে ‘যশোর টাউন হল’ নির্মিত হয়। সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে একই সময়ে ‘টাউন ক্লাব’ ও ‘আর্য থিয়েটর’ প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালে যশোরে বিদুৎ ব্যবস্থা চালু হয়। ১৯৬৩ সালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড স্থাপিত হয়। —