চাদপুরে রঙ্গিন ধানের চাষাবাদ। নজর কেড়েছেন সকলের।

0
4

সমাজের কন্ঠ ডেস্ক: চলতি বোরো মৌসুমে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামের মাঠের জমিতে রঙ্গিন ধানের আবাদ করে সবার নজর কেড়েছেন। চারদিকে সবুজ ধান ক্ষেত থাকলেও মাঝখানে এক টুকরো জমিতে বেগুনি রঙের ধান গাছ দেখে মানুষের চোখ জুড়িয়ে যায়।সবুজ ধানের বেষ্টনির মধ্যে রঙ্গিন এ ধান ক্ষেতটি দেখলে মনে হতে পারে কোন আগাছা বা বালাই আক্রান্ত ধানের ছবি। আসলে এর কোনটিই নয়, শুধু ধান গাছ নয় এর চালের রং ও রঙ্গিন।

কৃষক আক্তারুজ্জামান পাটওয়ারী নিজ উদ্যোগে আগ্রহের বসে এ ধান চাষাবাদ করেছেন। ভিন্ন রঙের ধান ক্ষেতটি সড়কের পাশে হওয়ায় পথচারিদের দৃষ্টি কেড়েছে। ইতোমধ্যে ধানগাছে ফুল এসেছে এবং ধানের ছড়ার আকার ধারণ করেছ।

সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here