মিরপুরে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

0
1

ফাইল ফটো

সমাজের কণ্ঠ  ডেস্ক  :৮ আগস্ট, ২০১৯ – রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। আসন্ন ঈদের আগে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মিরপুর সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করে জারা জিন্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

পোশাক শ্রমিকদের অবরোধে মিরপুর-১ থেকে ১০-এ যাতায়াতের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

পোশাক শ্রমিকরা জানান, তাঁদের বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ঈদের আগে বোনাসেরও কোনো খবর নেই। এদিকে ঈদের আগে পাওনা না মিটিয়েই বন্ধ হয়ে যাচ্ছে কারখানাটি। ফলে শ্রমিকরা বেতন-বোনাস আদায়ে রাস্তায় নেমেছেন।

মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) খাইরুল আমিন জানান, পোশাক কারখানাটির শ্রমিকদের পাওনা বিষয়ে মালিকপক্ষ ও বিজিএমইএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের দ্রুত বিষয়টি নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here