বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েপালিত

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  :৮ আগস্ট, ২০১৯ –

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী এবারও জাতীয়ভাবে উদযাপিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিবসটি জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অপর্ণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তাঁর সমাধিতে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সেখানে তাঁর রুহের মাগফেরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গমাতার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ ও তাঁতীলীগ, বঙ্গবন্ধু জয়বাংলা লীগ বঙ্গমাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও বিভিন্ন সংগঠন বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা (রেনু) ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল এবং গরীব অসহায় এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বঙ্গবন্ধু জয়বাংলা লীগ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর কমলাপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাউল করীম চৌধুরী বাবুল এর নেতৃত্বে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহসান উল্লাহ মনি, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইউনুস আকবর ও আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল করীম সাগর সহ ঢাকা মহানগর ও কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here