স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ১নং ঐতিহাসিক স্টেডিয়ামের নাম পরিবর্তন হলো আরও একবার। পল্টন ও গুলিস্তানের কোল ঘেষে দাড়িয়ে থাকা ঢাকা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ১৯৯৮ সালে নতুন করে বঙ্গবন্ধু স্টেডিয়াম নামকরণ করেছিলো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আজ ১৫ই ফেব্রুয়ারী, ২০২৫ (শনিবার) আবারও স্টেডিমায়টির নতুন করে নামকরন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ করা হয়েছে ‘ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা’।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম পূর্বে ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। ক্রিকেট-ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান ঘরের মাঠে প্রথম টেস্ট ঢাকা স্টেডিয়ামেই খেলেছিল।
২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচও এখানেই হয়েছিল। এর আগেই ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামে।
এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ গত সপ্তাহে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। স্ব স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে। সেই ধারাবাহিকতায় উপজেলা স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর আজ পরিবর্তন হলো জাতীয় পর্যায়ের এই স্টেডিয়ামের নাম।