কুমিল্লায় সুদের টাকার জামিনদার থাকা অবস্থায় করোনায় মৃত্যু। লাশ দাফনে সুদে মহাজনের বাঁধা

0
0

সমাজের কন্ঠ ডেস্ক – কুমিল্লায় সুদের টাকার জামিনদার থাকা অবস্থায় করোনায় মৃত। লাশ দাফনে বাঁধা দিলেন সুদে মহাজন

কুমিল্লার চান্দিনায় চারু মিয়া (৬০) নামের করোনায় মারা যাওয়া এক ব্যাক্তির লাশ দাফনে স্থানীয় সুদের মহাজন বাঁধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

গতকাল রবিবার (৫ই জুলাই) নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত চারু মিয়া চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

ভোর বেলায় চারু মিয়ার মৃত্যু হলেও বেলা ১১টা পর্যন্ত সুদের টাকার জামিনদার থাকার কারণে ওই ব্যক্তির জন্য কবর খুড়তে এবং লাশ দাফন করতে বাঁধা দেয় একই গ্রামের মৃত মালেক ডিলার-এর ছেলে সুদে মহাজন মোঃ আবদুল কাদির

পরে দুপুরের দিকে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকারের নেতৃত্বাধীন ১০১ সদস্যের স্বেচ্ছাসেবী টিম এসে নামাজে জানাজা শেষে দাফন করেন।

এ বিষয়ে মো. লিটন সরকার জানান, বেলা ১১টায় আমরা ওনার বাড়িতে গিয়ে জানতে পারি সুদের টাকার জিম্মাদার হওয়ায় উনার জন্য কবর খুড়তে দেয় নি আবদুল কাদির নামের জনৈক ব্যক্তি। পরে আমি উনার সাথে কথা বলে কবর খুড়ি এবং মরহুমের লাশ গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করি।

নিহতের পারিবারিক সূত্র জানা যায়- প্রায় এক বছর যাবৎ দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৪ জুন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তারপর থেকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here