ডিমলায় সরকারী নীতিমালা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে জনতার সংলাপ

0
0
সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায়“গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের আওতায় সরকারি নীতিমালা বাস্তবায়নে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৯ জুন)দুপুরে উপজেলা হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সিপিডি ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ তত্ত্বাবধায়নে বাস্তবায়ন সহযোগী পল্লীশ্রী’র আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে জনস্বার্থে বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা হয়।এ সময় সিপিডি কর্তৃক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন,গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ার শামসুদ্দিন মিয়া।
বীর মুক্তিযোদ্ধা কোরবান আলীর সভাপতিত্বে ও রি-কল ২০২১ প্রকল্পের প্রজেক্ট ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য দেন,উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর জামান, আমার বাড়ি আমার খামারের সমন্বয়কারী ইমরুল কায়েস খান রুমি,পুর্বছাতনাই ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান,টেপাখড়িবাড়ি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গৌরাঙ্গ রায়,পল্লীশ্রী রিপ প্রকল্প ব্যবস্থাপক(ডোমার-ডিমলা)মইনুল হক বাপ্পী প্রমুখ।এছাড়াও রি-কল‌ প্রজেক্ট ফিল্ড ফ্যাসিলিটেটর তাহমিনা আক্তার,টেপাখড়িবাড়ি ইউনিয়নের দোয়েল জনসংগঠনের সভাপতি ভরিদা পারভিন, উপজেলা যুব নেটওয়ার্ক সভাপতি ও জেলা নেটওয়ার্কের নিবার্হী সদস্য শিউলী আক্তার,গণমাধ্যমকর্মী সহ ২০ জন সিবিও নেতা এতে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here