লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩০শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

0
0

সমাজের কন্ঠ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩০শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক ধাপে এই ছুটির মেয়াদ বাড়ানোর পর চলতি বছরের ২৩ মে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে গত ২৫ মার্চ জানান শিক্ষামন্ত্রী।

তবে, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ২৯ মে পর্যন্ত করা হয়। সংক্রমণের হার নিয়ন্ত্রণে না আসায় পুনরায় ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়। আজ আবারও সেটি বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here