কাজী ফাহিম – ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন বাংলাদেশের খান বাহাদুর কাজী আজিজুল হক। বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের চাপ) আবিষ্কারক ছিলেন বাংলাদেশের কৃতিসন্তান খান বাহাদুর কাজি আজিজুল হক। খান বাহাদুর কাজি আজিজুল হক ছিলেন ব্রিটিশ ভারতের পুলিশ কর্মকতা, অপরাধী শনাক্তকরণ পদ্ধতি নিয়ে ব্রিটিশ পুলিশ অফিসার হেনরি গবেষণা শুরু করেন। খান বাহাদুর আজিজুল হক এর সাথে হেরনি এই বিষয় আলোচনা করেন। গণিতের ছাত্র আজিজুল হক অক্লন্ত পরিশ্রম করে ১৮৯২ সালে ফিঙ্গানপ্রিন্ট আবিষ্কার করেন। ব্রিটিশ পুলিশ অফিসার হেনরি ফিঙ্গারপ্রিন্ট তার আবিষ্কার বলে বৃটেনে প্রচার করেন। আজিজুল হককে পুরস্কার হিসাবে দেওয়া হয় ৫ হাজার টাকা ও খান বাহাদুর উপাধি পরে এসপি পদে পদন্নোতি । খান বাহাদুর কাজি আজিজুল হক ১৮৭২ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।