Saturday, April 27, 2024
Home আন্তর্জাতিক ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল।দাবানল মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য চায় ইসরাইল

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল।দাবানল মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য চায় ইসরাইল

0
2

সমাজের কন্ঠ আন্তর্জাতিক ডেস্ক – ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল।দাবানল মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য চায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ইহুদি রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিরা আমাদের সহায়তা করেছেন। এই সহায়তা অবশ্যই তাৎপর্যপূর্ণ। মিসরের প্রেসিডেন্ট আল সিসি মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। সংকটের মুহূর্তে ফিলিস্তিনিদের সহায়তায় আমি কৃতজ্ঞ।

এদিকে ইহুদীবাদী ওই দেশটির ব্যাপক দাবানল নিয়ন্ত্রণে মিসর ও চার ইউরোপীয় দেশ বিমান পাঠিয়েছে। শুক্রবার নেতানিয়াহু বলেছেন, ভয়াবহ দাবানলে কয়েকটি ছোট শহর থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে। দাবদাহের কারণে দেশটির তাপমাত্রা আরও খারাপ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।

জরুরি সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে ইসরাইল। গ্রিস, ক্রোয়েশিয়া, ইতালি ও সাইপ্রাস থেকে অগ্নিনির্বাপণ বিমান আসছে। তিনি বলেন, প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির নির্দেশে দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে মিসর। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও রাশিয়াও সহায়তার প্রস্তাব দিয়েছে।

সুত্র যুগান্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: ছি! কপি করছো? পারলে নিউজ তৈরী করো।