তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় Sergel Friendship Cup -22″ প্রীতি ফুটবল ম্যাচে হসপিটাল কিংস চ্যাম্পিয়্যান হয়েছে। সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে রবিবার( ৩১ জুলাই) বিকালে হেলথকেয়ার ফার্মাসিউক্যাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগীতাপূর্ন খেলাটি অনুষ্ঠিত হয়৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে হসপিটাল কিংস একাদশ ৪-১ গোলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ শফিকুল ইসলামের নেতৃত্বে হসপিটাল টাইগার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার শুরুতেই ফিফা ফেয়ার প্লে ছং শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উভয় দলের খেলোয়াড়দের সাথে অতিথি হিসাবে সৌহার্দ্যপূর্ন পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক কুমার শেঠ, ক্রীড়া সংগঠক আলহাজ্ব আঃ রহিম বাবু। বিপুল সংখ্যক দর্শকবৃন্দের উপস্থিতিতে খেলাটি উপভোগ করেন ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, মেডিকেল অফিসার ডাঃ গাজী আশিক বাহারের গর্বিত মাতা ও স্ত্রী সহ ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। খেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এরিয়া ম্যানেজার আহসান উল্লাহ ও রেফারি কামরুজ্জামান বাবু। খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন, সহকারী রেফারি ছিলেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ডাঃ গাজী আশিক বাহার হ্যাট্রিক ও মাহফুজ ১ টি করে গোল করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ডাক্তার গাজী আশিক বাহার। সব শেষে চ্যাম্পিয়ন ও বিজীত দলকে ট্রফি প্রদান করে পুরস্কৃত করা হয়।