সাব্বির হাসান আকাশ, বাগেরহাট জেলা প্রতিনিধি : সম্প্রতি ভাইরাল হওয়া অনলাইন গেম ফ্রি ফায়ার এবং পাবজি। আর এই গেমের প্রতি আকৃষ্ট হয়ে কিছু অল্প বয়সের ছেলেরা টাকা খরচ করে গেমের (টপ আপ) ইভেন্ট এর জন্য, আর সেই টাকা টা আসে বাবার পকেট থেকে মা এর সাথে ঝগড়া বা রাগ দেখিয়ে।
এক পর্যায়ে দেখা যায় কিছু ব্যক্তি আছে যারা এই টপ আপ ইভেন্ট টাকে নিজদের একটা ব্যাবসা হিসাবে দেখে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি যারা এই সব সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ঠিক এমন ই একটা ঘটনা ঘটেছে আজ বেলা ২টার সময় মংলা সুন্দরবন ইউনিয়ন এর লাল-খাঁ বাজার এলাকার মোঃ আরিয়ান (২৫) নামক এক ব্যাক্তির থেকে নগদ ই-পেমেন্ট এর মাধ্যমে ( নগদ পারসোনাল -01876563508 ) ১৫০০০৳ হাতিয়ে নেয়।
যানা যায় আরিয়ান তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে বরিশাল গলাচিপার “কনক জামান” (২২) নামক এক প্রতারকের সাথে গত কাল রাতে কথা হয় একটা ফ্রি ফায়ার আইডি ক্রয় বিক্রয় সম্পর্কে, এবং আজ বেলা ২ ঘটিকায় যখন আরিয়ান তার কাছ থেকে আইডি ক্রয় এর জন্য টাকা তার নগদ নাম্বারে দিল তার কিচ্ছুক্ষন পর কনক নামের সেই প্রতারকের ফোন সহ সকল যোগাযোগ মাধ্যম সংযোগ বিচ্ছিন্ন আসছে।
তাতক্ষনিক আরিয়ান কি করবে বুজে ঊঠতে না পারায় গ্রামের ছেলে কান্নায় ভেংগে পরছে বন্ধু দের কাছে। তার ধারনা কোন ভাবে ধরা ছোয়া যাবে না এই প্রতারক দের বিরুদ্ধে।
ঠিক আরিয়ানের মত হাজারো ব্যাক্তি এই প্রতারক দের শিকার, শিশুরা বেশি প্রাতারনার শিকার হয় বলেও যানা গেছে।