গোপালগঞ্জের মুকসুদপুরের গাবতলী খাল সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে

0
0

আজমানুর রহমান (গোপালগঞ্জ):- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের গাবতলী খালকে ঘিরে কয়েক হাজার মানুষের জীবনযাপন ও ভাগ্য প্রতিনিয়ত চলছে। অতি জর“রী হলেও দীর্ঘদিন যাবৎ খালটির সংস্কার না হওয়ায় দুই পাড়ের বাসিন্দারা খালটি ব্যবহার করতে পারছেনা। না পারছে তারা নিত্যদিনের ব্যবহারের পানি সংগ্রহ করতে না পারছে গোসল করতে। কচুড়ীপানা জমে খালটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া শুকিয়ে যাওয়ায় খালের কোন কোন ¯’ানে পানি প্রবাহ কমে গেছে। এলাকার মানুষের সাথে আলাপ করে জানা গেছে বেশ কয়েক বছর আগে একবার খালটি খননের উদ্যোগ নেয়া হয়েছিল । কিš‘ শুর“তেই শেষ হয়ে যাওয়ায় মানুষ কোন সুফল ভোগ করতে পারে নাই। খালটি সংস্কার করে জনগনের চাহিদা মেটানো হ”েছ না কেন তা জানতে চাইলে উজানী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কুমার বোস জানিয়েছেন, কয়েক বছর আগে খাল খনন কাজ করা হয়েছে। সেসময় কিছু লোক নিজেদের জায়গা বলে খনন কাজে বাধাও দিয়েছে। এখন খনন হয় না বলে নালিশ করছে”। আগামীতে আবার চেষ্টা করা হবে খনন কাজ চালানোর বলেও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here