আজমানুর রহমান, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার বেলা দশটায় জেলা প্রশাসনের স¦চ্ছতা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট’-এর ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন’ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ৩৯টি সূচকের পাশাপাশি স্থানীয় চাহিদার ভিত্তিতে অতিরিক্ত আরেকটি সূচক চিহ্নিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশগ্রহনে দশ গ্রুপে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ন দিকগুলো উপস্থাপন করে।