হবিগঞ্জের মাধবপুরে দু পক্ষের সংঘর্ষ, আহত ১০

0
0
মোঃ আকিকুল ইসলাম –  মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন  আহত হয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ানের বিঞ্চুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবির(২৬),সাহেরা বেগম(৪৫), আলী আজম (৭০),আব্দুল কাদির (৩৫), রেশমা (১৯), আছমা (১৭) নাছিমাকে (৩০) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষে আহত ইমাম হুমায়ুন কবির জানান, একই গ্রামের জসিম ও আক্তার মিয়ার সঙ্গে তাদের একটি জায়গা নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে জসিমদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম তদন্ত করছেন।
শনিবার সকালে জসিম ও তার লোকজন ওই জায়গা থেকে বাশ কাটতে গেলে হুমায়ুন কবিরের মা বাধা দেয়। এ সময় জসিম তার ভাই আক্তার মিয়াসহ তাদের লোকজন হুমায়ন কবিরের বাড়িতে উঠে তাদের উপর হামলা করে। তাদের হামলায় হুমায়ুন কবির তার মা সাহেরা বেগম, বাবা আলী আজম, বড় ভাই আব্দুল কাদির, বোন রেশমা ,আছমা, নাছিমা আহত হন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, একটি জায়গা নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। বিষয়টি অনেকবার সমাধান করার উদ্যোগ নিয়েছি কিন্তু উভয় পক্ষ এগিয়ে আসেনি। তবে সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here