মোঃ হাসান চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১১ জানুয়ারী ২০২০ ইং তারিখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত হবে। এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরন ও পরকিল্পনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও ইপি আই টেকনোলজিষ্ট আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, ওসি তদন্ত উত্তম কুমার দাশ, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর নুর, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব। বক্তব্য রাখেন, ডাঃ মোঃ ফয়সাল রহমান, মামনির কো-অর্ডিনেটর মীর হোমায়ুন প্রমুখ। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ইপি আই টেকনোলজিষ্ট আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা। গীতা পাঠ করেন, অলক আচার্য্য। সভায় আগামী ১১ জানুয়ারী ২০২০ ইং তারিখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য যার যার অবস্থা থেকে সবার প্রতি আহবান জানানো হয়। এবারে ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে সব শিশুকে ৩১২টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে প্রত্যেক শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।