নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেফতার মোরেলগঞ্জে

0
0

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৪জন নেতাকর্মী নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। শুক্রবার দিবাগত ১২টার দিকে পৌরসভার রওশনআরা মহিলা কলেজ এলাকায় নাশককতার প্রস্তুতিকালে এদেরকে গ্রেফতার করা হয় বলে থানার ওসি মো. সাইদুর রহমান জানিয়েছেন।

গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হচ্ছেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্বাস উদ্দিন, শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, খাউলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম হাং, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান,
মোঃ সুমন খান, আব্দুর রব, মোঃ আবুল বাসার।

এ ছাড়াও গ্রেফতার হওয়া আরিফুল ইসলাম অনিক, মোঃ বাদল শরিফ, মোঃ ইমদাদুল ইসলাম হাং, মো. মিন্টু হাওলাদার ও এস এম ফেরদৌস এর দলীয় পরিচয় জানা যায়নি। শনিবার বেলা ১ টার দিকে প্রিজন ভ্যানে করে এদেরকে বাগেরহাট কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া বিএনপি ও জামায়াতের নেতা কর্র্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থল থেকে ৩টি অবিষ্ফোরিত ও একটি বিষ্ফোরিত ককটেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে এ ঘটনায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহার নামীয় আসামি ২৮ জন। অজ্ঞাতনামা রয়েছেন ৩০-৪০জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here