ঢাকার জিঞ্জিরা প্রাসাদ ও নবাব সিরাজউদ্দৌলার ইতিবৃত্ত

0
0

ইউরেকা রেজওয়ানঃ আজ থেকে প্রায় ৪০০ বছর আগে সময়টা ১৬২০ সাল। অনেক সাধ্য সাধনার পর বারভূঁইয়াদের কাছ থেকে বাংলা সবেমাত্র মুঘলদের করতলগত। ঢাকার নতুন নাম দেয়া হলো জাহাঙ্গীরনগর । জাহাঙ্গীরনগরে তখন গড়ে উঠছে নতুন নতুন দালান-কোঠা, ঘরবাড়ী। সেসময় দ্বিতীয় সুবেদার ইব্রাহিম খাঁ বুড়িগঙ্গার ওপারে রঙমহল আদলে সুরক্ষিত এক দুর্গ নির্মাণ করেন, যা জিঞ্জিরা প্রাসাদ নামে পরিচিত । নিরিবিলি পরিবেশে নির্মিত চারদিকে উঁচু প্রাচীরবেষ্টিত এ প্রাসাদে ছিল নাচঘর, গুপ্ত কক্ষ, বিশ্রাম কক্ষ, হাম্মামখানা মানে গোসলঘর , প্রহরী কক্ষ এবং বেশ উঁচু একটি পর্যবেক্ষণ টাওয়ার।প্রাসাদস্থলটি তখন ছিল চারপাশে নদীবেষ্টিত একটি দ্বীপের মতো। এ কারণে প্রাসাদটির নামকরণ করা হয় কসরে জাজিরা বা দ্বীপের প্রাসাদ । নদীর তীর ঘেঁষে নির্মিত প্রাসাদের সঙ্গে ভাসমান কাঠের সেতু স্থাপন করে ঢাকার “কাটারায়” যাতায়াতের ব্যবস্থা ছিল । ইব্রাহিম খাঁর মৃত্যুর পর ঢাকার সুবেদার ও ফৌজদাররা এ প্রাসাদটি অবকাশ যাপনের জন্য ব্যবহার করতেন। পরে এটি অভিজাতদের কয়েদখানা হিসেবে ব্যবহার হতে থাকে। সিংহাসন বা ক্ষমতার জন্য হুমকি হতে পারে এমন কাউকে অথবা অভিজাত পরিবারের বখে যাওয়া তরুণদের এখানে বন্দি করা হতো । তবে জিঞ্জিরা প্রাসাদ সবচে আলোচিত হয় নবাব সিরাজউদ্দৌলার পরিবার এর কারনে । বাংলার শেষ স্বাধীন নৃপতি সিরাজউদ্দৌলা নিহত হবার পর তাঁর স্ত্রী, কন্যা সহ ৭২ জনকে বন্দী করে রাখা হয়েছিল এই জিঞ্জিরা দুর্গে ।

জিঞ্জিরা প্যালেসের বর্তমান জীর্ণ দশা

 

এর আগে এই জিঞ্জিরা প্রাসাদেই বন্দী করে রাখা হয় ঘসেটি বেগমের কথিত প্রেমিক হোসেন কুলি খানের পরিবার পরিজনকে । খালা ঘসেটি বেগমের সাথে বাংলার রাজ কর্মচারী হোসেন কুলি খানের প্রশ্নবিদ্ধ মেলামেশার কারনে দিনের বেলায় মুর্শিদাবাদের রাস্তায় হোসেন কুলি কে হত্যা করেন সিরাজউদ্দৌলা, অবশ্য তখনো সিরাজ নবাব হননি। হোসেন কুলির মৃত্যুর পর তাঁর পরিবার কে এই জিঞ্জিরা প্রাসাদে বন্দী জীবন কাটাতে হয় ।

জানা যায় এরও আগে সিরাজের নানা নবাব আলিবর্দি খাঁ নবাব সরফরাজ খানকে সরিয়ে (১৭৩৯-৪০) ক্ষমতায় এসে সরফরাজ খানের পরিবারকে বন্দী করে রাখেন এই জিঞ্জিরা প্রাসাদে । অথচ অদৃষ্টের এ এক নির্মম পরিহাস যে, সিরাজদ্দৌলার পতনের পর তার স্বজনদের একই পরিণতি হয়। মীরজাফরের পুত্র মীরনের নির্দেশে মহাম্মদীবেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পর সিরাজ মাতা আমিনা বেগম, নানী সরফুন নেসা, খালা ঘসেটি বেগম, নবাব স্ত্রী লুৎফুননেসা ও চার বছরের শিশু কন্যা কুদসিয়া বেগম ওরফে উম্মে জোহরাকে বন্দী করে রাখা হয় ঢাকার এই ঐতিহাসিক জিঞ্জিরা প্রাসাদে । সময়টা ১৭৫৮ সাল । এখানে তাঁরা বন্দী থাকেন সাত বছর । মীরজাফর ও মীরন দুজনই নবাব স্ত্রী লুৎফুননেসাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ঘৃণাভরে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বারবার। তারপর মীরন ঢাকার ফৌজদার জসারত খানকে গোপনে নির্দেশ পাঠিয়ে ছিলেন নবাব পরিবার কে গুপ্তভাবে হত্যা করার জন্য। জসারত খান এ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন । এরপর এ দায়িত্ব অর্পিত হয় জিঞ্জিরার রক্ষী দলের নায়ক বাকীর খানের উপর । এরূপ জনশ্রুতি আছে, মিরনের নির্দেশে ঘসেটি বেগম ও আমেনা বেগমকে প্রাসাদ থেকে নৌকায় তুলে নিয়ে ধলেশ্বরী নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করা হয় (জুন ১৭৬০)। তবে অনেক ঐতিহাসিক এ তত্ত্ব মেনে নেননি, কারন এঁদের দুজনেরই কবর আছে মুর্শিদাবাদের খোশবাগে, সিরাজউদ্দৌলার কবরের পাশেই। ১৭৬৫ সালে লুৎফুন্নেসা মুক্তি পেয়ে কন্যাসহ ফিরে যান মুর্শিদাবাদে। ইংরেজরা তাঁকে সামান্য ভাতা দিত। তাই দিয়ে জীবন নির্বাহ করতেন। মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ ১৭৯০ সাল পর্যন্ত তিনি প্রতিদিন সন্ধ্যায় স্বামী সিরাজউদ্দৌলার কবরের ওপর প্রদীপ জ্বালিয়ে দিতেন। সিরাজের কবরের পাশেই তাঁর মৃত্যু হয় ।
নবাবের শেষ বংসধরেরা এখন বসবাস করছেন ঢাকায় ।

বর্তমানের জিঞ্জিরা প্রাসাদ :

কেরানিগঞ্জে পৌঁছে জিঞ্জিরা প্রাসাদের কথা বললে সহজে কেউ চিনবেনা। স্থানিয় লোকজন “হাউলি” নামেই চেনে এই প্রাসাদকে। ৩ টি ভগ্নপ্রায় অংশের অস্তিত্ব দেখে বোঝার উপায় নেই প্রাসাদের আসল পরিধি। গাঘেঁষে গড়ে উঠা উঁচু বিল্ডিং এর আড়ালে জিঞ্জিরার শেষ চিহ্নটুকু খুঁজে পাওয়া দুষ্কর। “নওঘরা” নামে পরিচিত একটা অংশে বসবাস করছে দখলদার লোকজন। প্রবেশদ্বার বলে পরিচিত অংশটি প্রায় বিলুপ্ত । প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোন সাইনবোর্ড পর্যন্ত নেই এখানে ।
এমন ঐতিহাসিক একটি স্থাপনার মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র ।

লেখা ও ছবিস্বত্ত্বঃ Eureka

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here