যশোরে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে এইচআইভি এইডস। আক্রান্তের সংখ্যা ১৪৬

0
0

ডা. শাহরিয়ার আহমেদঃ যশোর জেলায় মরণব্যাধি এইচআইভি ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাড়িয়েছে, তার মধ্যে ১৩ জনেরই মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৫শে জুন) সকালে এইচআইভি প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবীদের মতবিনিময় সভায় এ তথ্য দেন এফপিএবি জেলা কর্মকর্তা আবিদুর রহমান।

জেলা এইডস কমিটির তথ্যমতে, যশোর জেলায় ২০০৬ সাল থেকে এইচআইভি পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়। ২০০৬-২০২২ পর্যন্ত মোট ১৪৬ জন নারী-পুরুষের শরীরে এইচআইভি এইডস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এই বিষয়ে যশোর জেলার সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, যশোরের এইডস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। কয়েকদিন আগে যশোর এমএম কলেজে তিনজনের শরীরে এইচআইভি ধরা পড়েছে। তারা তিনজন একই সঙ্গে থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here